Type Here to Get Search Results !

ডোমারে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমারে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হৃদয়ে ডোমারের সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন নবজাগরণ ডোমার।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নবজাগরণের সভাপতি ও সাংবাদিক আবরার হোসেন আলভি। বক্তব্য রাখেন ডোমার শহীদ স্মৃতি স্কুলের সহকারী শিক্ষক মোতাহারুল হক টিটু, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাকোয়া ডিগ্রি কলেজের প্রভাষক আলমাছ আলী, এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী নাবিলা নিশাতসহ আরও অনেকে।
বক্তারা ডোমার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত বাস কাউন্টার দ্রুত সরিয়ে নেওয়া, সড়কে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং এবং সাংকেতিক চিহ্ন স্থাপনের দাবি জানান। তারা বলেন, এসব ব্যবস্থা গ্রহণ করলে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ হবে এবং দুর্ঘটনা কমে আসবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies