আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমারে মোহাম্মদ রকি(২৮) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চামড়া গুদাম পাড়ায় এই ঘটনাটি ঘটে। মোহাম্মদ রকি চামড়া গুদাম পাড়ার মৃত আকবর আলীর ছোট ছেলে।
নিহত রকির ভাবী স্মৃতি বলেন,
দুই দিন খেকে বাড়ীতে ছিল না সে। তার স্ত্রী ও বাবার বাড়ীতে বেড়াতে গেছে।
শনিবার রাতে রকি বাড়ীতে এসে তার ঘড়ে গিয়ে শুয়ে পরে। সকালে উঠে আমরা নাস্তা করে কাজ করতে থাকি। দুপুর হচ্ছে তবুও রকি ঘুম থেকে না উঠায় তার দরজায় গিয়ে তাকে ডাকাডাকির পরও কোন সারা শব্দ না হওয়ায় আমরা দরজা ভাঙ্গলে দেখতে পাই ঘড়ের মধ্যে ফ্যানের সাথে গলায় গামছা বাধা অবস্থায় সে ঝুলে রয়েছে। তার পা মাটিতে রয়েছে।
স্থানীয়রা রকির মৃত্যুকে রহস্য জনক দাবী করেছেন। তাদের দাবী হাটু গেড়ে কখনো কেউ কি আত্মহত্যা করতে পারে। তারা আরো বলেন, ফ্যানের সাথে গামছা বাধার পর তার পা মাটিতে থাকবে। মাটিতে পা থাকলে কিভাবে কেউ আত্মহত্যা করতে পারে। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে সেটা কেউ বলতে পারছে না। রকি ডোমার হিরো মটর সাইকেলের শোরুমে চাকুরি করেন। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।
এদিকে শনিবার রাতে মোহাম্মদ রকি তার ফেসবুক পেজে কুন ফায়া কুন, ধৈর্য ধরে অপেক্ষা করো,কারন তোমার যা আছে তা তোমার আসছে। প্রথমে এই পোষ্ট করার কিছুক্ষন পরে আল্লাহ ভরসা এই দুটি পোষ্ট করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে বলেও তিনি জানিয়েছেন।