Type Here to Get Search Results !

হাতে পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাতে ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় পায়েল(২৪)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত পায়েল কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার আত্তাব আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে- শনিবার সকালে পায়েলের শয়ন ঘরে পায়েলের ঝুলান্ত মরদেহ দেখে তার পরিবারের লোকজন থানায় খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস,আই নজরুল ইসলাম, সঙ্গীয়পুলিশ ফোর্স পায়েলের সুরুতহাল রিপোর্ট করে, এসময় মৃত পায়েলের হাতে ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় দেখা যায়। এ বিষয়ে পুলিশ তার পরিবারকে জিজ্ঞেস করলে, তার পরিবার জানায় পায়েল মাদকাসক্ত ছিল,এবং এলাকায় মাঝে মধ্যে চুরি করতো,সে কারনে তার হাত পায়ে সিকল বেরি লাগানো হয়েছিল।
এলাকাবাসী বলছে, যুবক পায়েলের হাতে ও পায়ে শিকল বেড়ি লাগানো অবস্থায় সে কিভাবে ঘরের তীরে দড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে? এটি একটি রহস্যজনক মৃত্যু। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পায়েলের পরিবার বলছে,সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারন, নির্নয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে,এবং গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে তার মরদেহ প্রেরন করা হয়েছে।

Top Post Ad

Hollywood Movies