Type Here to Get Search Results !

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক- ১

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১,০৩,৪৫২ (এক লক্ষ তিন হাজার চারশত বাহান্ন) টাকাসহ ১জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি চৌকস টিম।
আটককৃত হলেন,রংপুর তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে রাইফুল ইসলাম'র (৩৬)। 
শনিবার বিকালে পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরস্থ সরকার তেলের পাম্পের সামনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায়, সেনাবাহিনীর চেকপোস্ট চলাকালীন ঢাকা থেকে ছেড়ে আশা হানিফ পরিবহনের একটি গাড়ি তল্লাশি করা হয়।
এ সময় সন্দেহভাজন যাত্রী বেশে থাকা রাইফুল ইসলাম'র ব্যাগ তল্লাশি করাকালীন ১৫ বোতল ফেনসিডিল সহ নগদ ১,০৩,৪৫২ (এক লক্ষ তিন হজার চারশত বাহান্ন) টাকা পাওয়া যায়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে ।
বিষয়টি নিশ্চিত করে জানান, থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies