Type Here to Get Search Results !

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি পাথরভর্তি ট্রাক্টরের ধাক্কায় রেনু বালা (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভরতখালি ইউনিয়নের দক্ষিণ উল্লা-মাঝিপাড়া সড়কের সরু ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত রেনু বালা দক্ষিণ উল্লা (মাঝিপাড়া) গ্রামের সিমন্ত চন্দ্র দাসের স্ত্রী। স্থানীয়রা জানান, ওই সময় সড়ক দিয়ে হেঁটে চলছিলেন রেনু বালা। এরই মধ্যে সরু ব্রিজ এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে, তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেনু বালাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়টি নিশ্চিত করে ভরতখালি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল জানান, ঘটনাটি ইউপি মেম্বারের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies