ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তনের সময় পিকআপ ও অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামের নবাব আলীর ছেলে মোঃ রকি (৩২) এবং একই গ্রামের মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০)। আহত ভ্যান চালক আব্দুল বাকীর ছেলে রবিউল ইসলাম (৩৫) আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা কবলিত অটোভ্যানটি ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তনের সময় পান্তাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি পিকআপ এসে স্বজোরে অটোভ্যানটিকে ধাক্কা দিলে অটোভ্যানে থাকা দুই যাত্রী ছিটকে মহাসড়কের উপর পড়লে তাৎক্ষণিক পিকআপের চাকার নিচে পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলে নিহত হন এবং অটোভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ভ্যান চালককে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এসে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী জানান, আহত ভ্যান চালক রবিউল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গোবিন্দগঞ্জের সকল খবর কে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।