Type Here to Get Search Results !

অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক ব্যক্তির জরিমানা

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : শর্ত ভেঙ্গে পঞ্চগড়ের করতোয়া নদীর করতোয়া বীজ সংলঘ্ন এক কিলোমিটারের মধ্যে থেকে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে সরেজমিনে ঘটস্থলে গিয়ে এ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা। এসময় সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী আলম ইসলামকে(২৫) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। আলম ইসলাম পঞ্চগড় পৌর খালপাড়া এলাকার ওসমান আলীর পুত্র।
পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাই পঞ্চগড় সদরের করতোয়া নদীর করতোয়া ব্রীজ সংলঘ্ন এক কিলোমিটারের মধ্যে শর্ত ভেঙ্গে বালু পাথর উত্তোলন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং একজন ব্যক্তিকে আটক করে জরিমানা করা হয়।
এসময় তিনি বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। যে কোন ধরনের অপরাধ দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তথ্য দিয়ে স্থানীয়দের সহযোগীতা কামনা করেন তিনি।
বিভাগ