নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ড (সাতখামার ও কুড়ুলিয়া দুইটি গ্রাম) পঞ্চগড়-১ আসন থেকে এবারে প্রথম পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় এলাকাবাসীদের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা পৌর এলাকায় আনন্দ মিছিল করেছে ওই এলাকার বাসিন্দারা। সাতখামার চৌরাস্তা মোড় মসজিদ এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই এলাকা গিয়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠিত পথসভায় ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পঞ্চগড় জেলার কৃষকদলের সদস্য সচিব শাহজাহান সিরাজ, সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বি.এন.পি নেতা আল মামুন ও শাহদত আলম বক্তব্য রাখেন। আনন্দ র্যালিতে সাতখামার ও কুড়ুলিয়া এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফুর্ত ভাবে আনন্দ মিছিলে অংশগ্রহণ করে। বক্তারা এই দুইটি ওয়ার্ড পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত করায় সরকারকে ধন্যবাদ জানান। তারা এই এলাকার জনগণের দূর্ভোগ লাঘবে ওই দুইটি ওয়ার্ড প্রশাসনিকভাবে বোদা থানার অর্ন্তভুক্ত করার দাবি জানান।
উল্লেখ্য গত বুধবার ওই দুইটি ওয়ার্ড পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বোদা পৌরসভা গঠনের সময় আটোয়ারী উপজেলার সাতখামার ও কুড়ুলিয়া মৌজা দুইটি বোদা পৌরসভায় অর্ন্তভুক্ত করা হয় কিন্তু দীর্ঘদিন ওই এলাকা দুইটি পঞ্চগড়-১ সংসদীয় আসনে ভোট প্রদান করে আসছিল এবং এলাকা দুইটি এখনো প্রশাসনিকভাবে আটোয়ারী থানার অর্ন্তভুক্ত রয়েছে। প্রশাসনিক ভাবে এলাকা দুটি বোদা থানার অর্ন্তভুক্ত না হওয়ায় এলাকার মানুষদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই এলাকার মানুষদের বোদা সদরের কাছ থেকে অনেকদুর আটোয়ারীতে গিয়ে প্রশাসনিক সেবা গ্রহণ করতে হচ্ছে। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি এলাকা দুটি প্রশাসনিক ভাবে বোদা থানার অর্ন্তভুক্ত করার।