Type Here to Get Search Results !

আগামীকাল উত্তরাঞ্চলের যে ৩ জেলায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘন্টা

লিটন প্রধান, স্টাফ রিপোর্টার : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে প্রকল্প সংশ্লিষ্ট কাজের কারণে আগামী ১ আগস্ট পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উত্তরাঞ্চলের তিন জেলায়।
রোববার (২৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। এর ফলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায়।
বিশেষ করে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২ এর কিছু অংশ এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে ওই সময়ে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে।

Top Post Ad

Hollywood Movies