খালেক পারভেজ লালু, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : 'কুড়িগ্রামের উলিপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে রেলিং ভেঙে আলহাজ্ব আব্দুল মমিন (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের হাজি রহিম উদ্দিনের ছেলে আলহাজ্ব আব্দুল মমিন প্রতিদিনের মতো মাগবিরের নামাজ পড়তে আপুয়ারখাতা জামে মসজিদে যায়। এসময় মসজিদের দরজার উপরে থাকা রেলিং ভেঙে মাথায় পড়ে মেঝেতে লুটিয়ে পড়েন আব্দুল মমিন।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মসজিদের অন্যান্য মুসল্লিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।