Type Here to Get Search Results !

বিরামপুরে ছাত্রদলের দোয়া মাহফিল

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : জুলাই-আগস্ট মাসে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিরামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বাদ মাগরিব বিরামপুর ঘাটপাড়া এতিমখানা মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের একাংশের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
মিলাদ শেষে বিশেষ মোনাজাতে জুলাই-আগস্ট মাসের আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ভাইদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।
ছাত্রদল সবসময় জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. ছায়েবীন আলম, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাসিন ইশরাক সরকার, ছাত্রনেতা শিহাব, হানিফুর, নীরব, হাবিব, রকিব, শাওনসহ স্থানীয় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। 
অনুষ্ঠানের আয়োজকরা জানান, “এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করছি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি কর্মীর ত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।” দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে তবারক বিতরণ করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies