Type Here to Get Search Results !

বিরামপুরে সবুজ বিপ্লবের সূচনা


ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে আজ শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় একযোগে ৮ লক্ষ চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে বিরামপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নে ৭ হাজার করে মোট ৪৯ হাজার চারা রোপণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চারা রোপণ করা হয়।
একইসঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ফেস্টুন ও ব্যানারে নানা অনুপ্রেরণামূলক স্লোগান প্রদর্শিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—“নিজের জন্য নয়, পৃথিবীর জন্য একটি গাছ লাগাও।” “একটি গাছ একটি প্রাণ।” “বৃক্ষরোপণ করো, প্রকৃতি ফিরিয়ে দেবে প্রশান্তি, ছায়া আর জীবনদায়ী নিঃশ্বাস।” দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সবুজ বিপ্লবের অগ্রদূত হয়ে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেন। তাঁর দূরদর্শী পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই জেলার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় একযোগে ৮ লক্ষ চারা রোপণ সম্ভব হয়েছে।
স্থানীয় পরিবেশবিদরা বলছেন, “ডিসি রফিকুল ইসলামের এই উদ্যোগ কেবল একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ প্রতিশ্রুতি।” পরিবেশবিদদের মতে, এই কর্মসূচি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies