Type Here to Get Search Results !

চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলার অভিযুক্ত শ্বাশুড়ি রাজশাহীতে গ্রেফতার

রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমার উপজেলায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলায় অভিযুক্ত শ্বাশুড়ি ফারজিনা বেগমকে (৫৫) রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ এর একটি টিম দুর্গাপুর উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে মঙ্গলবার (১৫ জুলাই) ডোমার থানায় হস্তান্তরের পর আদালতে পাঠান ডোমার থানা পুলিশ।
গ্রেফতার ফারজিনা বেগম নীলফামারী জেলার চিলাহাটির ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী। তিনি নিহত গৃহবধূর শ্বাশুড়ি এবং এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক কলহের জেরে গত ২২ মে দিবাগত রাতে ফারজিনার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য মিলে গৃহবধূ প্রীতি বেগম (২৮) কে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূ নিস্তেজ হয়ে পড়লে তাকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ফারুক হোসেন ও শ্বাশুড়ি ফারজিনা বেগমকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই ফারজিনা আত্মগোপনে ছিলেন। 
মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গৃহবধূ হত্যা মামলার ২ নম্বর আসামি ফারজিনা বেগমকে র‌্যাব রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করে।
পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার ১ নম্বর আসামি নিহত গৃহবধূর স্বামীকে আগে গ্রেফতার করা হয়েছে।

Top Post Ad

Hollywood Movies