আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল স্বপ্নের চিলাহাটি আইকনেক রেলওয়ে স্টেশনের কার্যক্রম।
আজ মঙ্গলবার দুপুরে চিলাহাটি আইকনিক রেলওয়ে স্টেশনের উদ্বোধন এবং কার্যক্রম চালু করেন পাকশী ডিভিশনের ডিআরএম লিয়াকত শরীফ খান।
এ সময় উপস্থিত ছিলেন- সেতু প্রকৌশলী (পাকশী) আনোয়ার হোসেন, ডিএসটিই-রাজিব বিল্লাহ, ডিএমই/লোকো- ময়েন উদ্দিন সরদার, ডিইই- রিফাত শাকিল, ডিটিও হাসিনা বেগম, সিএমই/ক্যারজ- রবিউল ইসলাম, ডিইএন/২- নাজিব কায়সার, পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম।
চিলাহাটি প্রজেক্ট পিডি আব্দুর রহিম, সৈয়দপুর আইডাব্লু শরিফুল আজিম, টিএক্স আর গুলজার হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর-সৈয়দপুর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হাসান শিহাবুল।
চিলাহাটি ইউনিট ইনচার্জ সোহরাব আলী, চিলাহাটি স্টেশন মাস্টার রুহুল আমিন ও হায়দার আলী উপস্থিত ছিলেন।