শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ দুই শিশু সহ ৬ জনকে আটক করেছে।
শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সদস্যরা বৈরচুনা সীমান্তে দায়িত্ব পালন করার সময় ৬ জন ব্যক্তিকে বিএসএফ কর্তৃপক্ষ বাংলাদেশের অভ্যান্তরে পুশ ইন করে। ওই সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের পুত্র সজীব হোসেন (৩০), তার স্ত্রী খাদিজা খাতুন (২৮), সজীব হোসেনের শিশু পুত্র ইয়ানুর ইসলাম (৮), শিশু কন্যা সাদিয়া খাতুন (১), একই জেলার সাদবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার পুত্র ইকরাম মোল্লা (৩১) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৩০)।
বর্তমানে দিনাজপুর জেলার ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ ও সদস্যরা সীমান্তে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বলে স্থানীয়রা এ প্রতিনিধিকে জানায়।