নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং পাটচাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষীদের এক সমাবেশ সোমবার বিকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রসাশক শিমা শারমিন পাটচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পঞ্চগড় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, পাট অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলেমান আলী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মঞ্জু, দেবীগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান নূর, আটোয়ারী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী ও পঞ্চগড় সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন। সমাবেশে পঞ্চগড় জেলার বোদা, পঞ্চগড় সদর, আটোয়ারী ও দেবীগঞ্জ চারটি উপজেলার একশত জন পাটচাষী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি, জৈব সারের জোগান, অতিরিক্ত খাদ্য উৎপাদনে সহায়ক পাট চাষ বিশেষ ভূমিকা পালন করে। পাট গাছ থেকে যে পাটকাঠি পাওয়া যায় তা জ্বালানি ছাড়াও নানা কাজে ব্যবহৃত হয় এবং পাটচাষ আর্থিকভাবে সহায়ক ভূমিকা রাখে। পাটের আঁশে পরিবেশ ভারসাম্য রক্ষা করে নানা পণ্য তৈরী করা হয়। ব্যাগ, বস্তা, মোড়কসহ নানা কাজে ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ক্ষুদ্র, কুটির শিল্প এবং ভারী শিল্পের মাধ্যমে পাট পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। পাটের চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে এবং পাট শিল্প সংশ্লিষ্ট ব্যাপক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরী হচ্ছে। কৃষকদের আর্থিক লাভবান, পরিবেশ বান্ধব দেশি পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ, দেশি শিল্প ও কর্মসংস্থান এবং অতীত সোনালি দিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে অধিক পরিমাণ পাট চাষে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই কৃষক সমাবেশের আয়োজন করে।