"পুরোটাই জীবনের জন্য"
=মাহবুবা আখতার=
কাছে থাকা মানে কোন চুক্তি নয়,নয় দালিলিক কোন খতিয়ান,
কাছে থাকা অল্প,-অল্প আলাপ,গল্প,জানাজানি,
নিবিড় যত্নে সাথে থাকা, একটু একটু ভালোলাগা।
ভালোলাগা মানে ভালোবাসা নয়
ভালোলাগা মান শুশ্রূষার
আদর,মান-অভিমানে কষ্ট ভাগাভাগি,
ভালোলাগা বন্ধুত্বের নান্দমিক সিঁড়ি,
যে সিঁড়ি বেয়ে তরতর করে ওঠানামা করা যায় অনায়াসে।
ছুঁয়ে দেয়া বিস্তীর্ন বেলাভূমি, অপার আকাশ।
জীবন বাজি রেখে ডুব দেয়া যায় গহীন জলে
শর্তহীন,নির্বিঘ্নে বন্ধুত্ব বিশ্বাসী বুকের চাতাল,
পড়ে থাকা যায় অহর্নিশ দ্বিধাহীন।
বন্ধুত্বে ভালোবাসা হয় দুঃখ-সুখ,
বাগবিতণ্ডার সহস্র অভিযোগ
অভিমানের মিশেল মসৃণ ভালোবাসা বেসামাল
অপেক্ষা থাকে বিশ্বাস থাকে প্রেম থাকে থাকে খুনসুটি,
গভীর আবেগে বুকে নাক ঘষে ঘষে শ্বাস নেয়া।
ভালোলাগা প্রেমে,প্রণয়ে বোধের মৌলিক সৃষ্টি
বেঁচে থাকার হিরন্ময় সুবাস,
কাছে থাকা,ভালোলাগা,বন্ধুত্ব,
ভালোবাসা, পুরোটাই জীবনের জন্য,
বেঁচে থাকার পরিপূর্ণতার জন্য।
বিশ্বস্ততায়,সুন্দরতায়,মুগ্ধতায়----------