Type Here to Get Search Results !

তেতুলিয়ায় ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

নজরুল ইসলাম, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আব্দুল গণি (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
শনিবার (৩ মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান রোড নারায়নগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত কৃষক আব্দুল গণি ওই এলাকার তাসু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,শনিবার সকালে বাড়ি পাশে বোরো ধান ক্ষেতে পানি সেচ দিতে বের হন কৃষক আব্দুল গণি৷ এসময় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎয়ায়িত হয়ে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে পড়ে থাকেন৷ এদিকে দুপুর গড়িয়ে গেলেও কৃষক আব্দুল গণি বাড়িতে না ফেরায় তাকে খোজাখুজি করে তার পরিবারের লোকজন। পরে স্থানীয় আরেক কৃষক ধানক্ষেতে তাকে হঠাৎ পড়ে থাকতে দেখে সাথে সাথে তার পরিবার ও স্থানীয়দের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে কৃষক আব্দুল গণির মৃতদের উদ্ধার করেন তারা৷ এদিকে বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান,আমাদের কাছে খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে ব্যবস্থা নেয়া হবে৷
বিভাগ