Type Here to Get Search Results !

গাইবান্ধায় আমাদেরসময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধায় নতুন ধারার দৈনিক আমাদেরসময়ের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 সোমবার (২৬ মে) সকালে গাইবান্ধা প্রেস কাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ। গাইবান্ধা প্রেস কাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে.এম রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমাদেরসময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু ও শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, আমাদেরসময়ের সাদুল্যাপুর প্রতিনিধি শহিদুল হক, পলাশবাড়ী প্রতিনিধি মো. আরিফ উদ্দিন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি মাহমুদ খান, সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন ও শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস কাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। বক্তারা আমাদেরসময়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় এবং জাতীয় অগ্রগতিতে পত্রিকাটি বিশাল ভূমিকা পালন করছে। পত্রিকাটি আগামীতে আরো এগিয়ে দেশের শীর্ষ স্থানে পৌঁছে যাবে বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies