Type Here to Get Search Results !

দলকে শক্তিশালী করতে কাজ করছে বিএনপি- জামায়াত

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলা নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ে কাজ করছে বিএনপি-জামায়াত। আওয়ামীলীগ ও জাপার প্রার্থীরা এলাকায় নেই। বিএনপি থেকে সাবেক এমপি ও থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির জনপ্রিয় সভাপতি এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন ও দুই উপজেলার নেতাকর্মীরা আন্তরিক ভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন। অপর দিকে জামায়াত ইসলামের পীরগঞ্জ থানা আমির বাবলুর রশিদ ও এ আসনে জামায়াতের এমপি প্রার্থী মিজানুর রহমান, জমায়াত ইসলামের শীর্ষ নেতাকর্মীদের নির্দেশে দল গুছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এ আসনে বিএনপি থেকে জাহিদুর রহমান জাহিদ, জিয়াউল ইসলাম জিয়া ও বিজ্ঞ আইনজীবি এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন প্রার্থী বলে জানা গেছে। এ উপলক্ষে জাহিদুর রহমান জাহিদ, জিয়াউল ইসলাম জিয়া এর পাশাপাশি এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন তার নিজ এলাকা পীরগঞ্জ উপজেলা ও রাণীশংকৈল উপজেলায় ব্যাপক ভাবে দল গুছানোর কাজ করা সহ ভোটারদের মন জয় করতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। এছাড়া ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান এর নেতৃত্বে এ আসনে নেতা কর্মীরা কাজ করছেন। রাজনৈতিক সংকট ও নানা সমস্যার কারনে আওয়ামীলীগ ও জাপার প্রার্থীরা এলাকায় অবস্থান না করায় রাজনৈতিক কর্মকান্ড অনেকাংশেই ঝিমিয়ে পড়েছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ- রাণীশংকৈল উপজেলায় নির্বাচন করার জন্যে প্রস্তুতি গ্রহণ করা সহ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিভাগ