Type Here to Get Search Results !

চিলাহাটিতে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে জমি-জমার জেরে বাবাকে কুপিয়ে হত্যা করছে পাষন্ড ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা আনুমানিক ৫টা ৩০ মিনিটে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া যাদুরবাধ গ্রামে।
ঘটনার বিবরনে জানা যায়- গত বুধবার আবু বক্কর সিদ্দিক ধান কেটে (পোলোই) পালা দেওয়াকে কেন্দ্র করে পিতা রবিউল ইসলাম সাবুল এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিক তার পিতা সাবুল (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
প্রতিবেশীরা চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- ছেলে তার জমির ধান কাটার পর বাড়ির বাহিরে ধানের পালা না করে ধানের বোঝা বাড়ির ভেতরে উঠোনে পালা করে রাখে। যা দেখে বাবা তার ছেলেকে বকাঝকা করেন এবং লাঠি দিয়ে মারতে থাকে।
এক পর্যায়ে ছেলে ঘর থেকে দা নিয়ে এসে তার বাবাকে এলোপাথারী কোপাতে থাকে। এরপর ছেলে পালিয়ে যায়। এলাকাবাসী রিক্সভ্যানে আহত বাবাকে উপজেলা হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়ে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আসামীকে আটকের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় । এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আসামীকে আটকের জন্য অভিযান চলছে।

Top Post Ad

Hollywood Movies