আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সর্ব উত্তরের নীলফামারী জেলার চিলাহাটির সীমান্ত এলাকায় ৩ টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
জানা গেছে- গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে ৭৮৬ এর ৫ এস মেইন পিলার এর কাছে ৫৬ ব্যাটালিয়নের (বিজিবি) চিলাহাটি কোম্পানি সদরের টহল দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা হতে এই গরুগুলো জব্দ করতে সক্ষম হয়।
এদিকে গতকাল সোমবার বিকালে বিজিবি চিলাহাটি কোম্পানি সদরে এক নিলামের মাধ্যমে গরু ৩টি ভ্যাটসহ ৬২ হাজার ৫০০ টাকায় বিক্রয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মোতাকাব্বির, ৫৬ বিজিবি চিলাহাটি কোম্পানি সদর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ মোকলেছুর রহমানসহ স্থানীয় সাংবাদিক মহল উপস্থিত ছিলেন।