Type Here to Get Search Results !

সাবেক অফিস সহকারীর মৃত্যু

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আলমগীর আলম (৬১) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আজ বুধবার (২৫শে সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ডোমার পৌর শহরের চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত থাকা অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আলমগীর আলম ডোমার উপজেলার চিকনমাটি মধ্য ধনীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৭৮ ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।
জানা যায়, তাঁর জানাজা নামাজ বুধবার বাদ এশা (রাত ৯টায়) ডোমার বালিকা বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ডোমার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন স্তরের মানুষ।
বিভাগ