বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্য জোট এর স্মারক লিপি প্রদান
9/25/2024 01:00:00 AM
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে ২৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় বেসরকারি শিক্ষক, কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধনে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী পিয়ারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল আলম মিলটন, পলাশবাড়ী মহিলা ডিগ্রি মাদ্রাসার প্রভাসক একলাছুর রহমান, আমলাগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুর রহমান বিএসসি, আমলাগাছি ডি,ইউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবর রহমান, জুনদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওছার রহমান, শিক্ষক শফিউল আজম প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপিটি যথাযথ ভাবে কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।
বিভাগ