Type Here to Get Search Results !

খানসামায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : শিক্ষায় সকল বৈষম্য দূরীকরণ, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় শান্তিপূর্ণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সকল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরী শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষক-কর্মচারীগণ।
বিভাগ