Type Here to Get Search Results !

খানসামায় নির্ভয় ফাউন্ডেশনের আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৪ সমর্থনে কর্মসূচি পালন করেছে নির্ভয় ফাউন্ডেশনের সদস্যরা। 
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে "Our Future Will Be Powered By The Sun, The Wind And The People" স্লোগানে খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে সংগঠনটির সদস্যরা এই কর্মসূচি পালন করেন। এসময় ব্যানার ও প্লাকার্ড হাতে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব ও ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন। এই কর্মসূচীতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের বর্তমান জীবন এবং ভবিষ্যৎ অন্ধকার করে তুলছে জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাণঘাতী দুর্যোগের ঝুঁকি আরও বাড়ছে। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, নদী সহ নানা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তাই সুস্থ ও সুন্দরভাবে বসবাসের উপযোগী আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জলবায়ুর ভারসাম্য রক্ষায় সকলকে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী রাগিব বিকে চৌধুরী, নির্ভয় ফাউন্ডেশনের সদস্য জে.আর.জামান, নাঈম হাসান, তারেক রহমান, শাকিল খান নিরব, শাহরিয়ার সুমন, শাহ লিটন ইসলাম প্রমুখ।
বিভাগ