Type Here to Get Search Results !

ডোমার সদরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার সদরে জনসমাবেশ করেছে বিএনপি। 
শুক্রবার (২০শে সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের চিলাই পাগলাবাজার এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। ৮নং ডোমার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন উপস্থিত ছিলেন। জনসমাবেশে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান (তুলু), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন (সুমন), পৌর কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব আল আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
বিভাগ