Home » » পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, July 5, 2024 | 7/05/2024 12:29:00 AM

পার্বতীপুর প্রতিনিধি:গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরে ৩০ কোটি গাছের চারা রোপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল বৃহষ্পতিবার উদ্বোধনের প্রথম দিনে ৩ কোটি ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়েছে। 
দিনাজপুর জেলার গ্রামীণ ব্যাংকের দিনাজপুর যোনাল ম্যনেজার এরশাদ আলী গতকাল বৃহষ্পতিবার ৪ জুলাই বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন শাখা অফিসে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে বলেন, গাছ আমাদের বন্ধুর চেয়েও বেশী উপকারি। গাছ যে অক্সিজেন ছড়ায় আমরা তা গ্রহণ করে বেঁচে আছি। তিনি বলেন, সারা দেশে ২ হাজার ৫ শত ২৮টি শাখায় বৃক্ষরোপনের প্রথম দিনে ৩ কোটি ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের দিনাজপুর যোনাল অডিট অফিসার আবুল কালাম আজাদ বলেন, ফলজ ও বনজ গাছ আপনার আমার বিপদের বন্ধু। গাছ রোপনের পর তা পরিচর্যা করে বড় করে তা এক সময় বিক্রি করে নিজের বা সংসারের চাহিদা পুরণ করা যায়। দিনাজপুর যোনের ৬৩টি শাখার মাঝে ১০ লাখ ৬ হাজার ৫শত ৮৪টি গাছ রোপন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের পার্বতীপুর এরিয়া অফিসের অধিনে ১২ টি শাখায় ১৭ লাখ ৭ হাজার ৯ শত ৭২টি গাছ রোপন করা হয়েছে। এর মধ্যে পার্বতীপুর মোমিনপুর শাখার অধিনে ১ হাজার ৯ শত ২০টি বৃক্ষরোপন করা হয়। এ বৃক্ষরোপনের সময় গ্রামীণ ব্যাংকের পার্বতীপুর এরিয়া ম্যানেজার নায়েব আলী, মোমিনপুর শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান এবং এ সংস্থার মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতি মহিলা সদস্যগণকে ৬টি করে বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হয়।