Home » » পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, July 3, 2024 | 7/03/2024 12:47:00 AM

পার্বতীপুর,দিনাজপুর:পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) চাইল্ড ইম্পাওয়ারম্যান্ট (সিইপি) এর বাস্তবায়নে সংস্থাটির হলরুমে লিলিয়ান ফন্ড ও সিসিডি প্রকল্পের অধীনে পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ করেন প্রধান অতিথি মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ। 
গত ২৭ জুন এ কোচিং ফি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য ট্রেজারার (কোষাধ্যক্ষ) আব্দুর রাজ্জাক। এসময় ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ১ হাজার ৮ শত টাকা হারে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও থেরাপি সাজ্জাদুর রহমান।