Home » » গাইবান্ধায় লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, February 29, 2024 | 2/29/2024 07:24:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার লোকজ সাংস্কৃতিক উৎসবের এক সংগীতানুষ্ঠানে দর্শক মাতালেন একদল শিল্পীগোষ্ঠী। তাদের কণ্ঠে গানে গানে কাঁপিয়ে দিলো দর্শকদের হৃদয়। আর মুগ্ধ সুরেলা শব্দধ্বনিতে নেচে উঠল সবাই।
বুধবার রাতে গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের এমপি শাহ সারোয়ার কবীরের সহধর্মিনী মাছুমা আখতার।
সংগঠনের পরিচালক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান, উদীচী জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, সংগীত বিদ্যালয়ের পরিচালক খাজা সুজন, লোকসংগীত শিল্পী সিরাজুল ইসলাম সোনা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।