Home » , » চিলাহাটিতে খাসি মোটাতাজকরণ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটিতে খাসি মোটাতাজকরণ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, February 29, 2024 | 2/29/2024 08:01:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে দুই দিন ব্যাপী নিবিড় পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চান্দখানা গ্রামে মাজেদা আক্তার এর বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, প্রাণিসম্পদ ট্রেইনার ডাঃ মশিউর রহমান ও সফল খামারী,চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে প্রায় ২৫ জন নারী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক খাসি পালন, খাদ্য ব্যবস্থাপনা, TMR, সাইলেজ তৈরি ও রোগ-প্রতিরোধ ব্যবস্থাপনা এবং মার্কেট লিংকেজ সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।