শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও নয়ারহাট এলাকায় বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী রবিবার বিকেলে মানববন্ধন করেছে।
জানা গেছে, বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলম ও ম্যানেজিং কমিটির লোকজন শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতিকে অমান্য করে ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য করায় এলাকাবাসী ক্ষোভে মানববন্ধন করেন। এলাকাবাসীর পাশাপাশি গত ১৫ দিন ধরে ওই স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের কে পাঠদান থেকে বিরত রেখেছে। ফলে, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।
রবিবার পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহিরুল হক অভিযোগ গুলোর সত্যতা যাচাই করার জন্যে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজনের সাথে রবিবার বিকেল ৩ টায় স্কুল কক্ষে আলোচনা করেন। তবে বিষয়টি সমাধান হয়নি। আরো সময় লাগবে বলে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ এ প্রতিনিধিকে জানান।