আফজাল হোসেন, ফুলবাড়ী থেকে:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে ছাগল কর্তৃক গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট।
ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মোঃ লিমন এর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮/০১/২০২৪ ইং তারিখে বিকেল ৪টায় একই গ্রামের মেহেদুল ইসলাম, পিতা- আফান মন্ডল, মোঃ আশিক, পিতা- আইয়ুব, মোঃ দিপু, পিতা- বাবুল। তাদের ছেড়ে দেওয়া ছাগলগুলি মিনা বেগমের গাছপালা খেতে থাকে। এতে বাধা দিলে তার দলবদ্ধ হয়ে মোছাঃ মিনা বেগম (৩৫), স্বামী- মোঃ লিমন, মোঃ সিরাজ (১৬), পিতা- লিমন কে উল্লেখ্য ব্যক্তিরা তাদেরকে বেদম মারপিট করে আহত করে। এই অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান মিনা বেগম ও পুত্র সিরাজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় মিনা বেগম জানান, আমার লাগানো সিম গাছ প্রতিদিন তাদের ছেড়ে দেওয়া ছাগলগুলি খেয়ে যায়। এতে আমার লাগানো সিম গাছগুলি নষ্ট কয়ে দিচ্ছে। আমি ও আমার পুত্র বাধা দিলে তারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে আমাদেরকে মারপিট করে। আমি বিষয়টি ফুলবাড়ী পৌর মেয়রকে অবগত করে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছি। এই ঘটনায় আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।