Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রী'র পক্ষে খানসামা উপজেলায় উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন ইউএনও

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : কনকনে এই শীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন। 
এরই অংশ হিসেবে সোমবার (১৫ জানুয়ারী) ভেড়ভেড়ী ইউনিয়নের নবুশাহপাড়ায় চক্ষু প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শীতের শুরু থেকে এপর্যন্ত প্রায় ২৫০০ নিম্ন আয়ের মানুষ, বীর মুক্তিযোদ্ধা, অস্বচ্ছল পরিবার, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষ ও এতিমখানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইউএনও মো.তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসন এর নির্দেশনা অনুযায়ী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি সকল সার্মথ্যবানদের প্রতি আহ্বান তাঁরাও যেন পাশে দাঁড়ায়।
বিভাগ