Home » » পীরগঞ্জে মাদক সহ আসামী গ্রেফতার

পীরগঞ্জে মাদক সহ আসামী গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 15, 2024 | 1/15/2024 11:28:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ পীরগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ ৩ জনকে গ্রেফতার করেছে। 
জানা গেছে বৈরচুনা ইউনিয়নের মহেশপুর (গিলাবাড়ি) গ্রামের বিদেশী চন্দ্র রায় এর পুত্র রাজ কুমার (২৫) এর কাছ থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল, সিন্দুর্না গ্রামের নাসিরুল ইসলাম এর পুত্র হাফিজ উদ্দীন (২০) এর নিকট থেকে ১৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একই গ্রামের মুকুল আলী এর পুত্র লিটন রানা (২৪) এর কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সোমবার পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদক বিরোধী অভিযানে পীরগঞ্জ থানার এস.আই আল আমিন, এসআই বেলাল হোসেন, এসআই শাহ আলম, এসআই সজল ও সঙ্গীয় ফোর্স নেতৃত্ব দেন।