Home » » বালতির পানি দেড় বছরের শিশুর মৃত্যু

বালতির পানি দেড় বছরের শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, December 21, 2023 | 12/21/2023 02:30:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নে গোসলের পানির বালতিতে উপর হয়ে পড়ে দেড় বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার দুপুর ৩ ঘটিকায় বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বাড়ির বাইরে বাচ্চার গোসলের জন্য বালতিতে রাখা পানিতে বাচ্চা মাথা ভেতরে পড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ইয়াসিন নামের দেড় বছরের শিশুটি মৃত্যু বরন করে।
মৃত্য বাচ্চাটি ঐ গ্রামের নুরুজ্জামান সরকারের সন্তান। শিশু বাচ্চা ইয়াসমিনের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার ইনচার্জ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।