এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে মোটরসাইকেলে নৌকা তৈরী করে প্রচারণা করছেন এক কর্মী।
তাঁর এই ব্যতিক্রমী নৌকা দেখে মুগ্ধ দলীয় নেতাকর্মী, ভোটার ও দর্শক-পথচারীরা।
মোটরসাইকেল বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নৌকা তৈরী করা আক্তার আলী খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কুমড়িয়া মন্ডলের বাজারের বাসিন্দা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে সরেজমিনে উপজেলার টংগুয়া বাজারে দেখা যায়, ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম ও বৈঠা এবং দিনাজপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী পোস্টার লাগানো ব্যতিক্রমী এই মোটরসাইকেল নিয়ে ঘুরছেন তিনি।
মো: আক্তার আলী বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মনেপ্রাণে ধারণ করি আর দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীকে ভালোবেসে এই নৌকা তৈরী করে প্রচারণায় নেমেছি। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবেই।
আওয়ামী লীগ ও নৌকার প্রতি কর্মীর এমন ভালোবাসার প্রশংসা করে খানসামা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, নি:স্বার্থ ভাবে দলের পিছনে কাজ করা এমন কর্মীদের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ আজ শক্তিশালী দল।