Home » » বিরামপুরে ঈগল পাখির প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ এর গণসংযোগ

বিরামপুরে ঈগল পাখির প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ এর গণসংযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, December 28, 2023 | 12/28/2023 11:31:00 PM

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-৬ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় বিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ঈগল পাখির প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ। 
দিনাজপুর -৬ আসন(বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) উপজেলা নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এ আসনে নৌকা,ট্রাক, সোনালী আঁশ, মশাল এবং ঈগল পাখি মার্কার মধ্যে ভোট যুদ্ধ হবে।আ'লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পেয়েছেন দুই দুইবারের বর্তমান এমপি শিবলী সাদিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনের সাবেক এমপি আজিজুল হক চৌধুরী পেয়েছেন ট্রাক প্রতীক এবং তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতিক পেয়েছেন মোফাজ্জল হোসেন, জাসদের মশাল প্রতীক পেয়েছেন শাহ্ আলম বিশ্বাস এছাড়াও আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়ে ঈগল পাখি প্রতীকে নির্বাচন করার সুযোগ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ।২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ভোটারদের কাছে ভোট চেয়েছেন তিনি। তিনি ভোটারদের আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে ঈগল পাখির বিজয় নিশ্চিত করার আহবান জানান।