Home » » পীরগঞ্জে নৌকার দাবীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

পীরগঞ্জে নৌকার দাবীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, November 18, 2023 | 11/18/2023 08:50:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ—রাণীশংকৈল অঞ্চল ঠাকুরগাঁও—৩ আসনে আওয়ামীলীগের বষীর্য়ান নেতা সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীক দেওয়ার জন্যে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকমীর্রা শান্তি সমাবেশ করেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবের নেতৃত্বে অসংখ্য নেতাকমীর্রা সমাবেশে অংশ নেয়। ঠাকুরগাঁও—৩ আসনটি মূলত আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত এবং ইতি পূর্বে ৬ জন সংসদ সদস্য নৌকা প্রতীক নিয়ে এ আসনে বিজয়ী হয়েছিলেন।
গত ২২ বছর যাবৎ এ আসনটিতে নৌকা প্রতীকে একাধিক যোগ্য প্রার্থী থাকার পরেও নৌকা প্রতীক না দেওয়ায় এ আসনের আওয়ামীলীগ, শহিদ পরিবার, স্বাধীনতাকামী জনতা, সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেন। ইতি পূর্বে এ আসনটিতে সাবেক এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হককে ২ বার নৌকা প্রতীক দেওয়া হলেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও দলের স্বার্থে তিনি তা প্রত্যাহার করেন। তার শেষ বয়সের শেষ স্বপ্ন পুনরায় এমপিও হওয়া।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক জিএস, বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ানুল হক বিপ্লব, রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগ সভাপতি সহিদুল হক, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা এ আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চান। এ লক্ষ্যে তারা মাঠ পর্যায় কাজ করছেন বলে জানা গেছে।