Home » » ২ বছরেও কাজে আসেনি সেতু

২ বছরেও কাজে আসেনি সেতু

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, November 1, 2023 | 11/01/2023 04:45:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রায় ২ বছর আগে নির্মাণ করা হয়েছে সেতুটি। কিন্তু এখনো সংযোগ সড়ক হয়নি। তাই সেতুতে ওঠার ভাগ্য হয়নি এলাকাবাসীর। নির্মাণের পর থেকেই সেতুটি আবাদি জমির ওপর পড়ে আছে অব্যবহৃত অবস্থায়।
নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী-চিলাহাটি স্থলবন্দর সড়কে এ সেতুর অবস্থান। সেতুটি নির্মাণ করা হয় ২০২১ সালে। কিন্তু তা এলাকাবাসীর কোনো কাজে আসেনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- উপজেলার এই সড়ক দিয়ে ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ হয়ে রংপুর এবং চিলাহাটি স্থলবন্দর ও শুল্ক স্টেশন এলাকায় যাতায়াত করেন লোকজন। আবার ওই সড়ক ধরেই সীমান্ত এলাকার মানুষ যাতায়াত করেন জেলা সদরে।
অন্যদিকে যাতায়াতের সুযোগ থাকলেও এই সড়ক দিয়ে রোগী পরিবহনের জন্য রংপুর মেডিকেল হাসপাতালে যাতায়াতে সময় কম লাগে।
সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে চিলাহাটির উপর দিয়ে সলেমানের চৌপতি হয়ে একটি হাইওয়ে সড়ক রংপুর সড়কের সাথে যোগ হবে।
বর্তমান চলাচলে যে রাস্তাটি সেটি বৃদ্ধি ও সোজা করা হবে। তাই এই সংযোগ সড়কগুলো পূর্বেই থেকে তৈরি করে রাখা হয়েছে।