ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী খানমের সভাপতিত্বে বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আজমল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রেজাউল করিম,অভিভাবক সদস্য কালি প্রশন্ন সরকার, সদস্য কামরুজ্জামান মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদা বেগম, শাহনাজ পারভীন, রোখছানা পারভীন,জান্নাতুন নাঈম,শরিফা পারভীন, সুলতানা পারভীন, ফারহানা নাছরিন, শাহনাজ পারভীন, দিলরুবা পারভীন, শাহনাজ পারভীন,মেহনাজ তাবাসসুম, নাহিদা বেগম।