Home » » পীরগঞ্জ থানায় পুলিশের সেবা বেড়েছে

পীরগঞ্জ থানায় পুলিশের সেবা বেড়েছে

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, November 25, 2023 | 11/25/2023 04:02:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জনবান্ধব পুলিশ কর্মকর্তা ও ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সেবা প্রদানের নিত্য নতুন কৌশল অবলম্বনের কারণে পীরগঞ্জ থানা সহ ৭টি থানায় সেবার মান বেড়েছে। এটি পীরগঞ্জের সুশীল সমাজ পুলিশ সুপারের বড় সাফল্য হিসেবে দেখছেন।
গত ৪ মাসে পীরগঞ্জ থানায় পুলিশ সেবা অনেক গুন বেড়েছে। পুলিশের কাছে নানা ধরনের সেবা নিতে আসা জনগণকে অল্প সময়ের মধ্যে পুলিশ সেবা নিশ্চিত করার জন্যে আন্তরিক ভাবে কাজ করছেন পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ ও তার চৌকশ পুলিশ স্টাফ। এসব সেবা পেয়ে জনগণ বেশ খুশি। পুলিশ সুপার এর নির্দেশে ৭টি থানার ওসিরা জনগণকে সেবা দিতে আন্তরিক ভাবে কাজ করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
জরিমানা আদায়, সরকারি কোষাগারে আয় বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধীদের গ্রেফতার করা, আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি সন্তোষ জনক রাখা, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা, ক্রাইম স্পোট গুলোতে রাতে পুলিশি টহল জোরদার করা সহ নানা রকম কার্যক্রম পরিচালনা করছেন পুলিশ সুপার।
পীরগঞ্জ থানাকে দালাল মুক্ত করা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা ভাল রাখা ও জনগণকে বিনা হয়রানিতে পুলিশ সেবা প্রদান করার জন্যে কাজ করছে পুলিশ বাহিনী। বর্তমানে পীরগঞ্জ থানায় পুলিশ সেবা নিতে এসে ভুক্তভোগীদের মধ্যে বেশ খুশি।
এ ব্যাপারে শনিবার ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ প্রতিনিধিকে জানান ঠাকুরগাঁও জেলাকে একটি নিরাপদ জেলা, মাদক মুক্ত, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সন্তোষ জনক রাখা ও জনগণকে বিনা হয়রানিতেই পুলিশ সেবা নিশ্চিত করার লক্ষ্যে গত ৪ মাস ধরে নিরলস ভাবে কাজ করছি। পুলিশ বাহিনী সফল হয়েছে। তিনি আরো বলেন, এ সফলতা ধরে রাখার জন্যে সব শ্রেণি মানুষের সহযোগীতা কামনা করছি।