Type Here to Get Search Results !

পীরগঞ্জে ৩৭ পিচ টাপেনটাডল সহ ৫ জন গ্রেফতার


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নে শুক্রবার রাতে পীরগঞ্জ থানা পুলিশ ৩৭ পিচ টাপেনটাডল ট্যবলেট সহ ৫ জনকে গ্রেফতার করেছে। পীরগঞ্জ থানার এসআই ওয়ারিসুল মিরাজ, এএসআই যথাক্রমে- বেলাল হোসেন সরকার, রফিকুল ইসলাম, অশোক কুমার রায় ও সঙ্গীয় কনস্টেবল নাজমুল হায়দার, মকলেসুর রহমান নাক্কাটি হাট এলাকা থেকে রাত সাড়ে ৯টায় এলাকার মাদক কারবারী সাদ্দাম, দিপু, সনজিদ, রায়হান ও লিয়ন কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিভাগ