Home » » দৈনিক মানব বার্তার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক মানব বার্তার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, August 17, 2023 | 8/17/2023 06:58:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক মানব বার্তার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিক ও ২১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে রেলী, আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মানব বার্তার প্রধান বার্তা সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এ.জেড .এম মেনাজুল হক, বক্তব্য রাখেন দৈনিক মানব বার্তার বিজ্ঞাপন ম্যানেজার সাজ্জাদুর রহমান, প্রতিনিধিগণ ও কবি সেলিনা সাথী, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আপেল বসুনীয়া ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানব বার্তার সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠান শেষে মানব বার্তার কবিতার আসরের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক এ জেডএম মিনহাজুল হক, প্রধান বার্তা সম্পাদক অধ্যাপক ফয়েজুর রহমান এবং কবি সেলিনা সাথীকে সম্মাননা ক্রেস্টি প্রদান এবং কবিদের মিলন মেলায় কবি মুরশিদুল হক মিলন, রওশন জাহান, লায়লা আঞ্জুমান সুইটি, মাহফুজুর ইসলাম মাহফুজ, ওবায়দুর রহমান বাবুকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।