শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহরিয়ার নজির যৌথ ভাবে এর উদ্বোধন করেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজন করেন।
৭-১৩ জুন পর্যন্ত পুষ্টি সপ্তাহ উপলক্ষে পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পৌর শহরের শহীদ আবু ইসাহাক সড়কে র্যালী প্রদর্শন করা হয়। ওই সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতীয় রানী রায়, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর.এমও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর প্রেসক্লাব সভাপতি মোঃ মোশাররফ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনকে রানা, সাংবাদিক আবুল হাসানাত, শেখ সমশের আলী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।