আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : চিলাহাটি-ঢাকা দিবাকালীন আরেকটি আন্তঃনগর ট্রেন চালু এবং চিলাহাটি এক্সপ্রেস নামকরণ করায় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে চিলাহাটিতে আনন্দ মিছিল করেছে চিলাহাটি সর্বস্তরের জনগণ।
নীলফামারী জেলার চিলাহাটিতে বেশ কয়েকবার পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটিবাসীকে ঢাকাগামী আরেকটি দিবাকালীন ট্রেন চালুর আশ্বাস দেন। দীর্ঘদিন থেকে এই ট্রেনটি চালু না হওয়ায় চিলাহাটির বিভিন্ন সংগঠন,সুধীমহল বিভিন্ন ব্যানারে মানববন্ধন করে।
এরপর রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি-ঢাকা নতুন ট্রেন চালুর তারিখ এবং সীদ্ধান্ত জানালে নীলফামারীবাসী এবং চিলাহাটিবাসীর মধ্যে ট্রেনের নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। কখনো নীলফামারী এক্সপ্রেস আবার কখনো চিলাহাটি এক্সপ্রেস নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।
অবশেষে আগামী ৪ জুন প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী চিলাহাটি থেকে ঢাকা দিবাকালীন চিলাহাটি এক্সপ্রেস নামে ট্রেনটি উদ্বোধন করবেন জেনে আনন্দে চিলাহাটিবাসী আজ বুধবার রাত ৯ টায় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করে।