Home » » ৫২ বছরে কবর সংরক্ষণ হয়নি : পীরগঞ্জে গণহত্যা দিবসে শহীদ পরিবারে ক্ষোভ

৫২ বছরে কবর সংরক্ষণ হয়নি : পীরগঞ্জে গণহত্যা দিবসে শহীদ পরিবারে ক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, April 18, 2023 | 4/18/2023 02:19:00 PM


পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে সোমবার ঐতিহাসিক মুজিব নগর দিবস ও পীরগঞ্জ উপজেলায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। ১৯৭১ সালে ১৭ই এপ্রিল পাক হানাদার বাহিনী পীরগঞ্জ উপজেলায় গণহত্যা শুরু করেন। ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে পাক হানাদার বাহিনী তুলে নিয়ে নির্মম ভবে হত্যা করে। ওই সব নিহত ব্যক্তিদের কবর গুলোর মধ্যে অধিকাংশ কবর আজও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সরকারি ভাবে সংরক্ষণ না হওয়ায় শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও সন্তোষ দেখা দিয়েছে। এছাড়া তেঁতুল তলা, ভাতারমারি ফার্মে স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পন করা সহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ, সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, শহিদ পরিবার সদস্য শিক্ষক আজাহারুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি, জেড.এ বাবুল প্রমুখ।