Type Here to Get Search Results !

পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উদ্যাপন

শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি ।। ‘‘ ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’’ এই প্রতিপাদ্যকে অনুসরণ করে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা পরিষদে জাতীয় ভোটার দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে শহরে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন করা, বেলা ১১ টায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে আলোচনা সভা ও দুপুর ১২ টায় ভোটারদের সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। ওই সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ তকদির আলী সরকার, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ