Home » » নিয়ামতপুরে গার্লস ব্রিগেড গঠনে পল্লী সমাজ এ বৈঠক

নিয়ামতপুরে গার্লস ব্রিগেড গঠনে পল্লী সমাজ এ বৈঠক

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 2, 2023 | 3/02/2023 08:48:00 PM


নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি :  আর না বাল্য বিয়ে এগিয়ে চল একসাথে রুখব এবার বাল্য বিয়ে গরব সুন্দর সমাজটাকে বাবা - মা ও সমাজকে বুঝায় মোরা একসাথে বাল্য বিয়ের ফলে নির্যাতিত হবনাকো আর, সুযোগ দাও মাগো আমার জিবনটা গরবার সবাই মিলে সুর তুলি বাবা মা ও প্রতিবেশিকে নিয়ে আওয়াজ তুলি এস মোরা এক হই বাল্য বিয়ে রুখবই। এই স্লোগানকে সামনে রেখে আজ গার্লস ব্রিগেড গঠনে নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের ৫নং মাদারীপুর পল্লীসমাজে কিশোরী ও নারী দলের নেতাদের সাথে কিশোরীর তালিকা প্রস্তত বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন পল্লীসমাজ এর সভাপ্রধান বুলবুলি রানী ও পরিচালনা করেন আফরোজা আইরিন এ্যাসোসিয়েট অফিসার ( সেলপ্)।