Home » » পীরগঞ্জ থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 8, 2023 | 3/08/2023 11:18:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান ও ঈদউল ফিতর উপলক্ষ্যে নিত্য পণ্য দ্রবাদির মূল্য সহনশীল রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখার জন্যে আজ বুধবার বিকেলে পীরগঞ্জ থানা চত্বরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ থানা পুলিশ এর আয়োজন করেন। পুলিশ সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিধি হিসেবে দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন, ঠাকুরগাঁও - ৩ আসনে নির্বাচিত তিন বারের সফল সংসদ সদস্য, জাপার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ। অন্যান্যের মধ্যে পুলিশের সার্কেল এসপি মোঃ মনজুরুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ।